নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিল দুর্বল খেলোয়াড়। খেলোয়াড় দুর্বল হলে গোল দেবে কীভাবে। তাদের সিলেকশন ভুল ছিল। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ফেয়ার হয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয় তা প্রমাণ হয়ে গেছে। কেউ বলে নাই নির্বাচনে কারচুপি হয়েছে। বিজয়ের মাসে আরেকটি বিজয় পেয়েছে আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিজয়ের মাসে জামায়াতকে সঙ্গে নির্বাচন করলে, কিভাবে জিতবেন বলুন? তাই খালেদা জিয়াকে বলব, ভুল সংশোধন করে জামায়াতকে পরিহার করে নির্বাচনের জন্য প্রস্তুত হোন। ২০১৯ সালে মাঠে খেলা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল।
এসএস